আপনি যদি ইউনিয়ন পরিষদে গিয়ে জন্ম নিবন্ধন আবেদন করে থাকেন কিংবা অন্য যে কোন উপায়ে জন্ম নিবন্ধন আবেদন করে থাকেন, তাহলে নিশ্চয়ই ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করে নিতে চাইবেন।
কিভাবে আপনি চাইলে খুব সহজেই ঘরে বসে অনলাইনের মাধ্যমে ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন, সেই রিলেটেড তথ্য এখান থেকে সংগ্রহ করতে পারবেন।
ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ কয়ভাবে ডাউনলোড করা যাবে?
আপনি চাইলে ভিন্ন দুটি উপায়ে খুব সহজে অনলাইনের মাধ্যমে ঘরে বসে ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেন এবং তারপরে সেটি আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন।
এর মধ্য থেকে একটি হল যাচাই করে নেয়ার পরে সেটি ডাউনলোড করে নেয়া এবং অন্যটি হলো সরাসরি জন্ম নিবন্ধন সনদ প্রিন্ট করে নেয়া।
আপনি যাচাই করে নেয়ার পরে তারপরে সেটিকে প্রিন্ট করে নিতে পারবেন কিংবা ডাইরেক্টলি অ্যাপ্লিকেশন আইডির মাধ্যমে আপনার জন্ম নিবন্ধন প্রিন্ট করার কাজ সম্পন্ন করতে পারবেন।
যাচাই করে ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড
আপনি যদি জন্ম নিবন্ধন যাচাই করার মাধ্যমে জন্মনিবন্ধন ডাউনলোড করে নিতে চান, তাহলে সেই কাজটি করে নেয়ার জন্য আপনি কে সর্বপ্রথম নিম্নলিখিত লিংক ভিজিট করতে হবে।
Check
যখনই আপনি উপরে উল্লেখিত লিংকে ভিজিট করবেন তখন এখানে ইনফরমেশন দিয়ে বক্স ফিলাপ করে নেয়ার মত কয়েকটি বিভিন্ন বক্স দেখতে পারবেন। যেগুলো আপনাকে ফিলাপ করে নিতে হবে।
এখানে প্রথম বক্সে আপনার জন্ম নিবন্ধনের ১৭ ডিজিট নাম্বার, দ্বিতীয় বক্সে আপনার জন্ম তারিখ এবং একদম সর্বশেষ বক্সে এখানে যে সহজ যোগফলের উত্তর দেয়ার কথা বলছে, সেটি যোগ করে বসিয়ে দিন।
সমস্ত তথ্য যদি সঠিক থেকে থাকে তার উপরে একদম সর্বশেষে “Search” বাটন এর উপরে ক্লিক করে দিন।
যদি আপনার দেয়া প্রত্যেকটি তথ্য সঠিক থেকে থাকে তাহলে এর পরবর্তী পেইজে আপনি জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি দেখতে পারবেন।
এবার আপনি যদি এখান থেকে সেটি মোবাইল ফোনের মাধ্যমে ডাউনলোড করে নিতে চান, তাহলে মোবাইল ফোন থেকে স্ক্রিনশট নেয়ার মাধ্যমে সেই পেজটি ডাউনলোড করে নিতে পারেন।
অথবা আপনার কাছে যদি ডেক্সটপ কিংবা ল্যাপটপ থেকে থাকে তাহলে ডেক্সটপ বা ল্যাপটপের কিবোর্ড থেকে কন্ট্রোল+P ডায়াল করে সেটি ডাইরেক্টলি প্রিন্ট করে নিতে পারবেন।
উপরে উল্লেখিত উপায়ে আপনি চাইলে খুব সহজেই ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন সনদ যে রয়েছে, সেটি আপনার নিজের কাছে নিয়ে আসতে পারবেন।
নিবন্ধন প্রিন্ট করে নেয়ার নিয়ম
এছাড়াও আপনি যদি জন্মনিবন্ধন প্রিন্ট করে নিতে চান, তাহলেও কিছু তথ্য দেয়ার মাধ্যমে সেই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পারবেন।
নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট করে নেয়ার জন্য আপনার কাছে যে তথ্যটির প্রয়োজন হবে সেটি হল জন্মনিবন্ধনের অ্যাপ্লিকেশন আইডি।
অ্যাপ্লিকেশন আইডি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি সেই অ্যাপ্লিকেশন আইডির মাধ্যমে খুব সহজে জন্মনিবন্ধন প্রিন্ট করে নিতে পারবেন এবং তারপর সেটি আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারেন।
সেজন্য জন্ম নিবন্ধন আবেদন করার পরবর্তী সময়ে যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে, সেটি যদি আপনার কাছে যদি থেকে থাকে তাহলে যদি জন্ম নিবন্ধন প্রিন্ট করেন, তাহলে তা ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন কার্ড হিসাবে ব্যবহার করা যাবে।
শেষ কথাঃ আপনি যদি জন্ম নিবন্ধন কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে নিতে চান, তাহলে তা অনলাইন থেকে যেভাবে করতে পারবেন ঠিক একই রকমভাবে ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করতে পারবেন।
তবে আপনার ইউনিয়ন পরিষদ থেকে যদি কার্ড সংগ্রহ করেন, তাহলে তা সংগ্রহ করে নেয়ার পরে আপনি চাইলে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে তার একটি স্বাক্ষর নিয়ে নিতে পারবেন।
যদি আপনি ইউনিয়ন পরিষদের দায়িত্বরত কর্মকর্তার কাছ থেকে আপনার জন্ম নিবন্ধনে একটি স্বাক্ষর নিয়ে নেন, তাহলে সেটি অফলাইনে যেকোনো কাজে ব্যবহার করতে কোন রকম সমস্যা হবে না।