যেকোনো একটি সেবার পরিধি বৃদ্ধি করা কিংবা এই সেবা নিয়ে যাতে গ্রাহক কোন মতামত কিংবা অভিযোগ জানাতে পারে সে ক্ষেত্রে তার অধীনে একটি সেক্টর থাকে, আর জন্ম নিবন্ধনের ক্ষেত্রে এই সেক্টরটিকে বলা হয় জন্ম নিবন্ধন স্থানীয় সরকার।
জন্ম নিবন্ধন স্থানীয় সর’কার সংক্রান্ত যাবতীয় তথ্য এই আর্টিকেল থেকে জেনে নিতে পারবেন। এছাড়াও জন্ম নিবন্ধন স্থানীয় সরকারের যে ওয়েবসাইট রয়েছে সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করে নিতে পারবেন এই আর্টিকেল থেকে।
জন্ম নিবন্ধন স্থানীয় সরকার কি?
আপনি যদি জন্ম নিবন্ধন সংক্রান্ত কোনো একটি সমস্যার মধ্যে পড়েন তাহলে সে ক্ষেত্রে যোগাযোগ করার জন্য আপনার সামনে কয়েকটি অপশন খোলা থাকে। এর মধ্যে থেকে অন্যতম হলো ইউনিয়ন পরিষদে যোগাযোগ করা কিংবা আপনার নিকটস্থ যে পৌরসভা রয়েছে সেখানে যোগাযোগ করা।
তবে এই সংক্রান্ত তথ্যাদি যেখান থেকে আপনি সঠিকভাবে পেতে পারেন কিংবা যার উপর ভরসা করতে পারেন সেটি হল জন্ম নিবন্ধন স্থানীয় সরকার ব্যবস্থাপনা।
আপনি চাইলে এই মন্ত্রণালয়ের সহায়তা বিভিন্ন রকমের জন্ম নিবন্ধন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। আর এই সমস্ত কার্যক্রম কি কি? সেই সংক্রান্ত তথ্য এখানে আলোচনা করা হবে।
জন্ম নিবন্ধন স্থানীয় সরকারের কার্যক্রম
জন্ম নিবন্ধন স্থানীয় সরকারের কার্যক্রম হিসেবে যে সমস্ত কার্যক্রম রয়েছে যেগুলো তাদের অধীনে থাকে সেগুলো নিচে তুলে ধরা হলো:
- জাল জালিয়াতির মাধ্যমে নাম পরিবর্তন করে জন্ম নিবন্ধন সনদ ইস্যুর অভিযোগ।
- জন্ম ও মৃত্যু নিবন্দন সনদ বাতিলের অনুমোদন প্রক্রিয়া।
- প্রবাসীদের জন্ম ও মৃত্যূ নিবন্ধন সনদ সংশোধন অনুমোদন।
- জন্ম সনদের সাল , সনদ ইস্যুর তারিখ ও জাতীয়তা সংশোধন অনুমোদন।
- জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য যাচাই, ইত্যাদি।
এছাড়াও আপনি এই সংস্থাটির সহযোগিতায় আরো নানা কাজ সম্পর্কিত তথ্য জেনে নেয়ার জন্য নিম্নলিখিত ভিজিট করতে পারেন। তাহলে এই মন্ত্রণালয়ের দ্বারা আপনি যে রকমের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করে নিতে পারবেন।
http://orgbdr.portal.gov.bd/site/office_citizen_charter/308cac82-a52c-4c91-87f6-c5e2ee4bf16এ
উপরে উল্লেখিত লিংকে ভিজিট করবেন, তখন তাদের বিভিন্ন রকমের কার্যক্রমের কথা দেখতে পারবেন এবং এই কার্যক্রম কিভাবে সম্পন্ন করবেন সেই সংক্রান্ত যাবতীয় নোটিশ দেখে নিতে পারবেন।
স্থানীয় সরকারের ঠিকানা কোথায়?
এ ছাড়া আপনি যদি স্থানীয় সরকারের ঠিকানা সংক্রান্ত তথ্য জেনে নিতে চান কিংবা সেখানে চলে গিয়ে সেবা নেয়ার ইচ্ছা পোষণ করে থাকেন কিংবা মতামত অথবা অভিযোগ জানাতে চান, তাহলে সেই ঠিকানা কোথায় খুঁজে পাবেন?
জন্ম নিবন্ধন স্থানীয় সরকারের ঠিকানায় হিসেবে যে ঠিকানা রয়েছে সেটি নিচে তুলে ধরা হলো:
রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়
জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার বিভাগ, পরিবহন পুল ভবন (৯মতলা), সচিবালয় লিংক রোড, ঢাকা-১০০০।
লিখিত নির্দিষ্ট টিকানা চলে যাওয়ার মাধ্যমে আপনি তাদের শরণাপন্ন হতে পারবেন।